সিনিয়ার ইন্জিনিয়ার রা কিভাবে নতুন কোন কিছু শিখে যার টিউটোরিয়াল নাই?

সিনিয়ার ডেভেলপারটা টিউটোরিয়াল বাদে কিভাবে শিখে সেটা বলার আগে আমি আপনাদের সাথে শেখার একটা ক্যাটাগরি শেয়ার করি। শেখার অনেক গুলো ধাপ আছে।
প্রথম ধাপ: এই ধাপে যারা আছে তারা শেখার জন্য বিভিন্ন ভাইয়ের কোর্স/ টিউটোরিয়াল খোজে। যে ওমন ভাই, বেস্ট পোগ্রামিং শেখাই, ওমন ভাই বেস্ট ওয়েব ডিজাইন শেখাই। সুতরাং তাদের টিউটোরিয়াল দেখেই শিখতে হবে।

দ্বিতীয় ধাপ: এই ধাপে এক জন ছাত্র-ছাত্রী আর ভাইয়ের টিউটোরিয়াল দেখে না। তখন তাদের সেটা শিখতে ইচ্ছা হয় সেটা ইউটিউবে সার্চ দেয়। তারপরে যার ভিডিও ভালো লাগে। তারটা দেখে শেখে।

তৃতীয় ধাপ: এই ধাপে আসলে এক জন ডেভেলপার ভাবতে শুুরু করে তার আসছে যেটা শেখা দরকার সেটা ভিডিও দেখে /কোর্স করে পুরা পুরি জানা সম্ভব না। তখন তারা গভীর ভাবে জানার জন্য বিভিন্ন বই এর সহযোগিতা নেই।

চতুর্থ ধাপ: এই ধাপে যারা থাকে, তারা যেটা শিখতে চাই, তার জন্য সাধারনত তারা বই/ টিউটিরিয়াল এর সাহায্য নেয়ার থেকে ডকুমেন্টেশন দেখে শিখতে পছন্দ করে।
আর সিনিয়ার মানে ,তারা এই চতুর্থ ধাপের সাহায্যই বেশী নেয়। তবে ক্ষেত্র বিশেষ তারা টিউটোরিয়ার, বই, কোর্স এসবের হেল্প ও নেই। এবং এডভ্যান্স লেভেল এ শেখার অন্যতম বড়ো সোর্স হলো বিভিন্ন ইন্জিনিয়ারিং ব্লগ। এই ধরনে আপনি জানতে চাইতেছেন SQL ডাটাবেজ নাকি No SQL ডাটাবেজ কোনটা আপনি আপনার প্রজেক্টে ব্যবহার করবেন। প্রাথমিক ভাবে আপনার হয়ত মনে হইতেছে, যে কোন একটা বব্যহার করলেই তো হইল। কিন্তু বাস্তবতা হলো তাদের ইউজকেস এ বড়ো ধরনের পার্থক্য আছে। যেটা ইন্জিনিয়ারিং ব্লগের বিভিন্ন কেস স্টাডি পড়লে আপনি সহজে বুঝতে পারবেন।

কিছু জনপ্রিয় ইন্জিনিয়ারিং ব্লগ হইল:
https://lnkd.in/gvTiRPmm
https://lnkd.in/gAfgkqWg
https://lnkd.in/gFV37pCA
https://lnkd.in/gtTNfmRW
https://lnkd.in/g4Y5Zrcz
https://lnkd.in/gqfKmA_i
https://lnkd.in/ge77a9hM
https://lnkd.in/g-NnMScU
https://lnkd.in/gPbDRfQH
https://lnkd.in/gY5AsG3R
https://lnkd.in/gF_Uh_Na
https://lnkd.in/gmwXiiUD
https://lnkd.in/gxFaxZD7
https://lnkd.in/gGKdY-wM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *